পলাশবাড়ীতে রডবাহী ট্রাক দুর্ঘটনায় ১৩ যাত্রী নিহত ।
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে রডবাহী একটি ট্রাক রাস্তার পাশে পড়ে ৩ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ২১ মে বৃহস্পতিবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে রংপুর অভিমুখে আসা একটি রড বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৫৬৯৮) ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পার্শ্বের একটি নিচু জায়গায় উল্টে যায়। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ, গোবিন্দগন্জ হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সাভির্সের টিম উদ্ধার কাজ চলাকালে পানির নিচে থেকে রড উপরে উঠানোর সময় লাশ দেখতে পায়। পরবর্তীতে সেখান থেকে একে একে ৩ শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে রংপুরগামী রডবাহী ট্রাকটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। ট্রাকে থাকা ঢাকা থেকে আসা ১৩ যাত্রী ঘটনা
স্থলেই নিহত হন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে পলাতক রয়েছে ।